হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম ফজলুল হকের নেতৃত্বে তার সমর্থকদের অংশগ্রহণে একটি শান্তি ও সম্প্রীতি সমাবেশ এবং গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে হাটহাজারী পৌরসদরের বাস স্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস.এম ফজলুল হক বলেন, দানবীয় শাসনের পরিণতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। দুর্বৃত্তায়নের পুনরুত্থান ঠেকাতে শান্তিকামী জনগণকে সবসময় সতর্ক থাকতে হবে।
সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, হারুন অর রশীদ চেয়ারম্যান, নুরুন্নবী তালুকদার, গাজী জাফর আলম, মীর কাশেম, শফিউল আলম, জাকির হোসেন চেয়ারম্যান, এম খায়রুন্নবী, একরাম হোসেন সেলিম, মোহাম্মদ ইব্রাহিম, সিরাজুল ইসলাম রাশেদ, আবু তাহের মাস্টার, শফিউজ্জামান, আবদুর রশিদ মেম্বার, সাফায়েত ইসলাম সাবাল, এম. ইলিয়াছ আলী, গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমাদের এই শান্তিপ্রিয় উপজেলায় কোনো সহিংসতা, ভাঙচুর, বা চাঁদাবাজি যেন না ঘটে। পুলিশ ভাইদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরে, সকলের অংশগ্রহণে একটি গণমিছিল বের হয়, যা পৌরসদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।