লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ীভাবে মুক্তি উদযাপনের লক্ষ্যে ও ধর্মীয় সম্প্রীতি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণকে সচেতন করতে একটি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত মিছিলটির নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।
গণমিছিলটি লোহাগাড়া থানার সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করে আমিরাবাদ বোর্ড অফিসের সামনে গিয়ে সমাপ্ত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি এটিএম জাহেদ চৌধুরী।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, নাছির উদ্দিন চৌধুরী, নুরুল আলম জিকু, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মো. জসিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য বাহাদুর কোম্পানী, ফেরদৌস কোম্পানী, শহিদুল আলম, নুরুল আমিন, নুরুল আবছার, অ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, নুরুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, একটি ষড়যন্ত্রকারী চক্র ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করতে পারে। আপনাদের সতর্ক থাকতে হবে এবং এলাকায় পাহারা দিতে হবে যাতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী বা অস্ত্রধারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় বা বাড়িতে হামলা করতে না পারে। স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অব্যাহত রাখতে পারলে আমাদের এই বিজয় সফল হবে।