শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সেনাপ্রধান জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন

প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০২৪ | ১:৪৮ অপরাহ্ন


ঢাকা : দেশের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ সোমবার (২ আগস্ট) দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ৩টায় জাতীর উদ্দেশে ভাষণ দেবেন। এপর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন এখন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিয়েছে। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছে।

গতকাল সারাদেশে নজিরবিহীন সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। ১৪ পুলিশসহ নিহত হয়েছে শতাধিক মানুষ। এই অবস্থায় কারফিউ জারি করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না সরকার। উদ্ভুত পরিস্থিতি সেনাবাহিনীর প্রধান ভাষণ দিতে যাচ্ছেন। দেশবাসী তাকিয়ে আছে সে দিকে।