চট্টগ্রামে এবার বিএনপির কার্যালয়ে হামলা


চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে নগরের কোতোয়ালি থানার নুর আহমদ সড়কের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।

নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী জানান, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। কার্যালয়ের সামনে থাকা বিভিন্ন ব্যানারেও আগুন দেওয়া হয়। তারা ওই এলাকাকে রণক্ষেত্রে পরিণত করেছে। পুলিশ কোনো বাধা দেয়নি বলে তিনি অভিযোগ করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) অতনু চক্রবর্তী বলেন, নিউমার্কেট, লালদীঘি, ওয়াসা, কদমতলীসহ বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়েছে। বিএনপি কার্যালয়ে হামলার পর সেখানে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসায় ভাঙচুর, আওয়ামী লীগের মেয়র রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটের বাসায় হামলার ঘটনা ঘটে। এছাড়া সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর লালখান বাজারের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এরপর রাত আটটা থেকে নয়টার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায়, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের চট্টেশ্বরীর বাসায়, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনের বাদশা মিয়া সড়কের বাসায় ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পাঁচলাইশের বাসায় হামলা, ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়া হয়।

বিএনপির নেতারা অভিযোগ করেছেন যে, ছাত্রলীগ-যুবলীগ এ হামলায় জড়িত। তবে ছাত্রলীগ-যুবলীগ এই অভিযোগ অস্বীকার করেছে।