সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা


খাগড়াছড়ি : পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়েছে।

গত ৩১ জুলাই সিন্দুকছড়ি জোনের অধীনস্থ গড়াইছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন দেবলছড়ি বাজারপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি।

এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সোলার প্যানেল, সেলাই মেশিন, ঢেউটিন, ছাতা, কীটনাশক স্প্রে মেশিন, পানির ফিল্টার, স্কুল ব্যাগ, ফুটবল, ভলিবল, ভলিবল নেট, ক্রিকেট ব্যাট ও জার্সি প্রদান এবং নগদ অর্থ প্রদানসহ সর্বমোট ১৮৯ জন সুবিধাভোগীর মাঝে বিভিন্ন প্রকার মানবিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ৭৩ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়।

জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন। তিনি এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই উদ্যোগ সিন্দুকছড়ি জোনের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখার ধারাবাহিকতায় পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি এবং গড়াইছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সালমান তারেক রিফাত।