রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আদালতে দাপট, মুচলেকা দিয়ে পার পেলেন যুবলীগ নেতা

প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০১৫ | ৩:১২ অপরাহ্ন

স্টাফ করসপনডেন্ট, চট্টগ্রাম

chittagong courtচট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম কোর্ট) আদালতে নির্দেশ অমান্য করে চিৎকার চেঁচামেচি করার অপরাধে নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মেজবাহ উদ্দিনকে আটক করেছে পুলিশ। আদালতের নির্দেশে আটকের পর মুচলেকা পরে দিয়ে ছাড়া পান ওই যুবলীগ নেতা।

রোবাবর দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নীচতলায় অবস্থিত মুমিুনর রশীদের আদালতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরির্দশক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, রোববার এটিএম কোর্টে জমি সংক্রান্ত মামলার কাজে আদালতে আসেন নগর যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন। আদালত চলাকালীন সময়ে সেখানে বিচারপ্রার্থীরা উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করতে থাকলে বিচারক সকলকে আদালতের পরিবেশ বজায় রাখতে অনুরোধ করনে। এরপরও অনেকে চেঁচামেচি অব্যাহত রাখলে বিচারক কড়া ভাষায় তাদের শাসিয়ে দেন। এসময় উত্তেজিত হয়ে বিচারকের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকেন। এতে আদালত অবমাননার দায়ে ওই যুবলীগ নেতাকর্মীকে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশ তাকে আটক করলে তিনি বিকেলে এধরনের আচারণ আর করবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান।

মেজবাহ উদ্দিন নগরীর পাঁচালাইশ থানার ষোলকবহর এলাকার বাসিন্দা এবং নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।