সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাটহাজারীতে ব্লু হোয়েল খেলতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন এক ছাত্র

প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০১৭ | ১০:৫০ অপরাহ্ন

মোঃ আলাউদ্দীন, হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি : নিশ্চিত মৃত্যুর ফাঁদ হিসেবে পরিচিত বিশ্বের আতঙ্কিত ব্লু হোয়েল সুইসাইড গেম খেলতে গিয়ে অল্পের জন্য বেঁচে গেলেন এক ছাত্র। তিনি যুবকটি উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বিল্লার বাড়ীর এক প্রবাসীর ছেলে। এ খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার এ ঘটনা হাটহাজারীতে ছড়িয়ে পড়ে।

সরেজমিনে জানা যায়, উপজেলার পুর্ব ধলই সেকান্দর পাড়ার নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রবাসীর চট্টগ্রাম সিটি কলেজের মাস্টার্সে পড়ুয়া ছেলে প্রায় এক সপ্তাহ আগে নানার বাড়ীতে থাকা অবস্থায় ব্লু হোয়েল গেমের ফাঁদে পড়ে নিজের লিঙ্গ ও অণ্ডকোষ কর্তন করে গুরুতর আহত হয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। পারিবারিক সম্মানের কথা ভেবে পরিবাবের পক্ষ থেকে ঘটনাটি গোপন রাখার চেস্টা করছেন বলেও জানা গেছে। ছাত্রটি নানার বাড়ীতে থেকে লেখাপড়া করতন। সেখানেই ব্লু হোয়েল গেমের ফাঁদে পড়ে সে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।