সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘সাইবার অপরাধ প্রতিরোধে এথিক্যাল হ্যাকিং বিষয়ে জ্ঞানার্জন সময়ের দাবি’

প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০১৭ | ১২:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : সাইবার অপরাধ বিষয়ক সচেতনতা ও হ্যাকিং-এর নেতিবাচক দিকগুলো সবার সামনে তুলে ধরে এর প্রতিরোধে এথিক্যাল হ্যাকিং বিষয়ক এক বিশেষ অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের ইজ্ঞিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত অতিথিববৃন্দ প্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি এথিক্যাল হ্যাকিং বিষয়ে আরও জ্ঞানার্জনের আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি ও দৈনিক পূর্বকোণ-এর বার্তা সম্পাদক কলিম সরওয়ার।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি সকলকে প্রযুক্তি বিষয়ে আরও সচেতন হয়ে দেশ গড়ার কাজে যোগ দেওয়ার আহবান জানান। তিনি বলেন, মিডিয়াকর্মীদের সংবাদের পিছনে ছুটতে গিয়ে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। বাংলাদেশের মিডিয়া কর্মীবৃন্দ দিন দিন আইটি বিষয়ে নিজেদের দক্ষতা তুলে ধরছেন। সাইবার অপরাধ প্রতিরোধে এথিক্যাল হ্যাকিং বিষয় জ্ঞানার্জন সময়ের দাবী। তবে সুপ্রিম সফটটক লিমিটেড-এর মাধ্যমে তরুণ মোসলেহ উদ্দীন ভুঁইয়া নাহিয়ান এথিক্যাল হ্যাকিংসহ সাইবার অপরাধ প্রবণতা রোধে যে সচেতনতামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন তা প্রশংসনীয়।

প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে থাকারও অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্যের আগে সুপ্রিম সফটটক লিমিটেড বাংলাদেশ ও রাজ পিন্স কনসালটেন্সি প্রাইভেট সার্ভিসেস লিমিটেড (ভারত) এর মাঝে সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়। স্মারক স্বাক্ষী হিসাবে স্বাক্ষর করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার।

সুপ্রিম সফটটক লিমিটড-এর ব্যাবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন ভূঁইয়া তার স্বাগত বক্তব্যে সকলকে অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানান।

রাজ পিন্স কনসালটন্সি প্রাইভেট সার্ভিসেস লিমিটড (ভারত)-এর ব্যবস্থাপনা পরিচালক চদ্র ভানু সাম হ্যাকিং-এর নেতিবাচক দিক ও এথিক্যাল হ্যাকিং বিষয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিশতিয়া এপারেলস লিমিটেড এর চেয়ারম্যান ও চট্টগ্রামের একমাত্র খেলাধুলা ভিত্তিক ম্যাগাজিন ‘খেলার কাগজ’-এর সম্পাদক রোটারিয়ান নওশাদ চৌধুরী মিঠু। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে তরুণ উদ্যোক্তা মোসলেহ উদ্দীন ভূঁইয়া নাহিয়ানকে সহযোগিতার আশ্বাস দেন।