র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের পর মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

চট্টগ্রাম: জোড়ারগঞ্জ থানা এলাকায় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের পর এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এই অভিযান চলে বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান।

তিনি বলেন, জোড়ারগঞ্জে কিছু মাদক ব্যবসায়ীর সাথে র‍্যাবের একটি আভিযানিক দলের সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ একজন মাদক ব্যবসায়ীর মৃতদেহ ও ৬০০ বোতল ফেন্সিডিলসহ একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান।