হরতালের আগের রাতে চট্টগ্রামে গাড়ি ভাঙচুর

চট্টগ্রাম: হরতালের আগের রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার দেওয়ানবাজার এলাকায় ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটেছে।

ভাংচুরের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেওয়ানবাজারের ওই সড়ক দিয়ে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল কবির বলেন, একটি টমটম গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আর কোন গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে কি না জানি না।

এদিকে গাড়ি ভাংচুরের ঘটনাস্থলে ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল করেছে।

নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত।