চট্টগ্রাম: ক্রেতা সেজে মোটর সাইকেল চুরির অভিযোগে চট্টগ্রামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার নগরীর জামাল খান এলাকা খেকে মো. শফিউল বশর এবং ফটিকছড়ি থেকে অর্জুনকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার বিকালে ফটিকছড়িতে অভিযান চালিয়ে মোট চারটি মোটর সাইকেল উদ্ধার করেছে পিবিআই সদস্যরা।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, বিভিন্ন জায়গায় যারা মোটর সাইকেল বিক্রির বিজ্ঞাপন দেয়, সেগুলো শফিউল কেনার আগ্রহ প্রকাশ করত। পরে বাইক পছন্দ হলে তা চালিয়ে দেখার কথা বলে নিয়ে পালিয়ে যেত। ক্রেতা সেজে গত তিন মাসে খুলশী ও পাঁচলাইশ এলাকা থেকে তিনটি মোটর সাইকেল চুরি করেন শফিউল বশর।
তিনি বলেন, মোটর সাইকেল চুরি করে শফিউল তা নিয়ে ফটিকছড়ি চলে যেত এবং অর্জুনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করত। বুধবার বিকালে ফটিকছড়িতে অভিযান চালিয়ে মোট চারটি মোটর সাইকেল উদ্ধার করেছেন তারা, যার মধ্যে ওই তিন মোটর সাইকেলও রয়েছে। অপর মোটর সাইকেলের মালিককে শনাক্ত করার কাজ চলছে।