রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দেশব্যাপী মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের তীব্রতায় ছোট-বড় সবার হাঁসফাঁস অবস্থা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। এমন অবস্থায় বৃষ্টি কামনায় ইসতিসকার (পানির জন্য প্রার্থনা) নামাজ আদায় হয়েছে রাঙ্গুনিয়ায়৷
বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার সরফভাটা ইত্যাদি চত্বরের পশ্চিমে রাস্তা সংলগ্ন খোলা মাঠে সরফভাটা ইউনিয়নের আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘আমাদের সরফভাটা’র ব্যবস্থাপনায় এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন। বিশেষ এ নামাজে ইমামতি করেন মাওলানা আবুল বয়ান।
নামাজ শেষে মুসল্লিদের নিয়ে খুতবা ও আল্লাহতালার দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন তারা৷ চলমান প্রচণ্ড দাবদাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য এ সময় দুহাত তুলে কান্নাকাটিও করেন৷
মাওলানা আবুল বয়ান বলেন, ‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য হাহাকার করছে। আল্লাহ সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানির জন্য দোয়া চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।’
নামাজ শেষে হযরত ওসমান বিন আফফান (সা.) নূরানী কিন্ডারগার্টেন এর ব্যবস্থাপনায় আগত মুসল্লিদের মাঝে শরবত বিতরণ করা হয়৷