চট্টগ্রাম: আগামী ৪৮ ঘন্টার মধ্যে নগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যাকান্ডের মূল হোতা গ্রেফতার না হলে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ।
সুদীপ্ত বিশ্বাস হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকালে শহীদ মিনারের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচী দেয়া হয়েছে।
সমাবেশে নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, আগামী ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলাম। পুলিশের বক্তব্য অনুযায়ী দাবী করছি, হত্যার নেপথ্যে কাজ করা খুনী চক্রের মূল হোতাকে গ্রেফতার করুন। কোন তালবাহানা সহ্য করা হবেনা।
নগর ছাত্রলীগ সাধারন সম্পাদক নুরুল আজিম রনি বলেন, চট্টগ্রামকে ছাত্রলীগের লাশের হিমাগার বানানোর পায়তারা করতে যে ৫ জন কাউন্সিলর খুনীর পক্ষে বিবৃতি দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে। নয়তো ঐ ৫ কাউন্সিলর সভা-সমাবেশে লাঞ্চিত হলে তার দায় নেবে না ছাত্রলীগ।
সমাবেশে চট্টগ্রামে নতুন কিলিং স্কোয়ার্ড তৈরি করা হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, পুলিশ ঘটনার মোটিভ, নির্দেশদাতা এবং খুনীচক্র কে চিহ্নিত করেছে, কিন্তু গ্রেফতার করছে না। খুনিরা যেন বিদেশে পালিয়ে যেতে পারে।
খুনিদের আটকে অভিযান চলছে পুলিশের এ বক্তব্য গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ছাত্রলীগের নেতারা বলেন, নগর আওয়ামী লীগের অসুস্থ একজন শীর্ষ নেতার বেডরুমের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করলে পুলিশের বক্তব্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সাবেক নেতৃবৃন্দ হাসান মনসুর, , হাজী মো: সেলিম, সঞ্চয় ভৌমিক কনকন, সরফরাজ মাসুম, সাইফুল্লাহ আনছারী, হাবিবুর রহমান তারেক, মেজবাহ উদ্দিন মোরশেদ,কাজী হাসান রাজন, রাকিবুল আলম মাহি, পাবেল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইয়াছিন আরফাত কচি, আরিফুজ্জামান আরিফ, ইরফানুল আলম জিকু, রাজেশ বড়–য়া, আবদুর রহিম শামীম, আমিনুল করিম, আব্দুল্লাহ আল জোবাইর হিমু, বাবর উদ্দিন সাগর।
বক্তব্য রাখেন, সহ-সভাপতি তালেব আলী, ফারুক ইসলাম, নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, নাঈম রনি, নোমান চৌধুরী, আ.ফ.ম সাইফুদ্দিন, সৌমেন বড়–য়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, রনি মির্জা, অমিতাভ বসু, সুজন বর্মন, গোলাম সাদমানি জনি, সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি, খোরশেদ আলম মানিক, সম্পাদকমন্ডলীর সদস্য তপু বড়–য়া প্রমুখ।