মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চাঁদা দাবিতে বাড়িঘরে হামলা-লুটপাট, পাঁচজনের সাজা

প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০১৭ | ৯:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জেলেপাড়া এলাকায় চাঁদা দাবিতে বসতঘরে হামলা ও লুটপাটের ঘটনায় পাঁচ আসামিকে পাঁচ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দন্ডিতরা হলেন- কর্ণফুলী থানাধীন জেলেপাড়ার বাসিন্দা সনজিৎ দাশ (৪০), লক্ষীন্দর দাশ (৪১), লালমোহন ৩৫), শিমুল দাশ (২১) ও শ্যামল দাশ (২৫)। পাঁচ আসামি কারাগারে বন্দি আছেন।

মামলার বাদি পক্ষের আইনজীবি জসিম উদ্দিন বলেন, দুই লাখ টাকা চাঁদার দাবিতে ২০১৫ সালের ২৯ এপ্রিল সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন জেলেপাড়া এলাকায় মনিবালা দাশের বাড়িতে হামলা ও লুটপাট করে দন্ডিত আসামিরা। সে সময় বাদির মেয়ের শ্লীলতাহানি ও বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে আসামিরা। এ ঘটনায় একই বছরের ১০ মে আদালতে মামলা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে বিচার চলাকালে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত পাঁচ আসামিকে পাঁচ বছর করে কারাদন্ড দিয়েছে।