মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চট্টগ্রামে রি-রোলিং মিলে বিস্ফোরণে দগ্ধ ১১

প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০১৭ | ৬:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে জিপিএইচ রি-রোলিং মিলে ফার্নেস বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ছোট কুমিরা এলাকায় ওই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. সোলায়ান (২৮), মিনহাজুল (২৮), শাহ আলম (৩২), আনোয়ার (৩০), মিজানুরসহ (২৭) ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া আহত জাহাঙ্গীর (২৭), আলাউদ্দিন (২৮), শফিকুল (২৫), আবু ইউসুফসহ (৩০) পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, জিপিএইচ রি-রোলিং মিলে লোহা গলানোর চুল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে কারখানার অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অ্যধাপক এস খালেদ বলেন, বিস্ফোরণে আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। যাদের ঢাকায় পাঠানো হয়েছে, তাদের মধ্যে পাঁচজনের শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে। বাকি একজনের ২৫ শতাংশ পুড়েছে।