রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আদালতে পুলিশের সহায়তায় মামলার বাদিকে তুলে নেয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনগণের হস্তক্ষেপে রক্ষা

প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০১৭ | ৩:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম : পুলিশের সহায়তায় কাঞ্চন মোহরা (৪০) নামের এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা রুখে দিয়েছে বিক্ষুব্ধ জনগণ।

মংগলবার দুপুর ২ টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের এনেক্স বিল্ডিং ২ এর সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, কাঞ্চন মোহরা নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় আজ রায় কথা ছিল। রায় আসামীদের বিপক্ষে যাবার সম্ভাবনা দেখে দুই আসামী (নাম জানা যায়নি) আদালত ভবন থেকে অপহরণ করে সিএনজিতে তোলার চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে আগে থেকে দায়িত্বরত এসআই এরশাদ ও দুই কনস্টেবল কাঞ্চনের হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে অপহরণকারীদের সহযোগিতা করে।

এসময় কাঞ্চনের আত্মচিতকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশ ও অপহরণকারীদের চ্যালেঞ্জ করে। বাকবিতণ্ডার একপযায়ে বিক্ষুব্ধ জনতা এসআই এরশাদকে শারীরিকভাবে লাঞ্চিত করে। একপযায়ে অতিরিক্ত পুলিশ ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এসে এসআই এরশাদকে উদ্ধার করে পাশের একটি কক্ষে নিরাপদে সরিয়ে নেন।
প্রত্যক্ষদশী মোহাম্মদ আজহার বলেন, পুলিশের সাথে আতাত করে গ্রেফতারি পরোয়ানার আসামী সাজিয়ে একটি মামলার বাদিকে আদালত পাড়া থেকে তুলে নেয়া নজিরবিহীন ঘটনা।

পুলিশের পদস্থ ব্যক্তিরা ঘটনাস্থল পরিদশন করেছেন। এ রিপোট লেখা পযন্ত আইনজীবী সমিতি অফিসে এই নিয়ে বৈঠক চলছে বলে জানা গেছে।