মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কর্ণফুলীসহ সিএমপির নতুন চার জোন

প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০১৭ | ১২:০১ পূর্বাহ্ন

মোর্শেদ নয়ন : চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অপরাধ বিভাগে কর্ণফুলীসহ আরও নতুন ‍চারটি জোন সৃষ্টি করা হয়েছে। ফলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অঞ্চল (জোন) চারটি থেকে বেড়ে আটটি হল। সোমবার মহানগর পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নতুন চারটি জোনের মধ্যে আছে কর্ণফুলী চকবাজার, বায়েজিদ বোস্তামী ও পাহাড়তলী। আগের চারটি জোন হচ্ছে কোতয়ালী, পাঁচলাইশ, ডবলমুরিং ও বন্দর।

কর্ণফুলী ও পতেঙ্গা থানা নিয়ে গঠিত কর্ণফুলী জোনের দায়িত্ব পেয়েছেন সহকারী কমিশনার জাহেদুল ইসলাম।

কর্ণফুলী থানার ওসি মো. রফিকুল ইসলাম একুশে পত্রিকাকে জানান, কর্ণফুলী থানা এলাকায় শিকলবাহা পুলিশ ফাঁড়ির পাশে কর্ণফুলী জোনের অফিস নেয়া হয়েছে।

চকবাজার ও বাকলিয়া থানা নিয়ে গঠিত চকবাজার জোনের সহকারী কমিশনার পদে দায়িত্ব পেয়েছেন মো.আরিফুজ্জামান।

বায়েজিদ বোস্তামী ও আকবর শাহ থানা নিয়ে গঠিত বায়েজিদ বোস্তামী জোনের দায়িত্ব পেয়েছেন সহকারী কমিশনার সোহেল রানা।

পাহাড়তলী ও হালিশহর থানা নিয়ে গঠিত পাহাড়তলী জোনের দায়িত্ব পেয়েছেন সহকারী কমিশনার পংকজ বড়ুয়া।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আকরামুল হোসেন বলেন, দুটি থানাকে একটি জোনে অর্ন্তভুক্ত করে নতুন চারটি জোনে একজন করে সহকারী কমিশনার বসানো হয়েছে। এখন মোট জোনের সংখ্যা আটটি। ১৫ অক্টোবর থেকে নতুন চারটি জোনে সহকারী কমিশনাররা দায়িত্ব পালন শুরু করবেন বলে জানান তিনি।

১৯৭৮ সালে প্রায় ২০৭ বর্গকিলোমিটার আয়তনে ৬টি থানা নিয়ে যাত্রা শুরু করেছিল সিএমপি। ২২ বছর পর ২০০০ সালের ২৭ মে সিএমপিতে আরও ৬টি থানা বাড়ানো হয়। এগুলো হচ্ছে, খুলশী, বায়েজিদ বোস্তামী, পতেঙ্গা, বাকলিয়া, হালিশহর ও কর্ণফুলী থানা।

এর ১৩ বছর পর ২০১৩ সালের ৩০ মে নতুন আরও চার থানা গঠন করা হয়। এগুলো হচ্ছে আকবর শাহ, সদরঘাট, চকবাজার ও ইপিজেড। বর্তমানে সিএমপির থানার সংখ্যা ১৬টি।