মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সুদীপ্ত হত্যার বিচার চেয়ে ওবায়দুল কাদেরের সামনে ছাত্রলীগের বিক্ষোভ

প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০১৭ | ৭:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যার বিচার দাবিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার বিকেলে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভায় যোগ দিতে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

সভায় ওবায়দুল কাদের বক্তব্য দেয়া শুরু করার সঙ্গে সঙ্গে নগর ছাত্রলীগের নেতাকর্মীরা সুদীপ্ত হত্যার বিচার চেয়ে স্লোগান শুরু করেন। এসময় ওবায়দুল কাদের তাদের বারবার শান্ত হওয়ার অনুরোধ করে বলেন, আমি এখানে আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা আতাউর রহমান খান কায়সার সাহেবের স্মরণসভায় এসেছি। তোমাদের দাবি দাওয়া থাকলে তোমরা আমার সঙ্গে পরে দেখা কর। কিন্তু এখানে স্লোগান দিয়ে আলোচনা সভার যে গাম্ভীর্য্য সেটাকে খাটো করো না।

এক পর্যায়ে তিনি স্লোগান বন্ধ না করলে বক্তব্য না দেয়ার হুঁশিয়ারি দিলে অনুষ্ঠানস্থলে শৃক্সখলা ফিরে আসে। স্মরণ সভা শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওবায়দুল কাদের গাড়িতে এসে বসার সঙ্গে সঙ্গে কয়েক’শ নেতাকর্মী তাকে ঘিরে ধরে সুদীপ্ত হত্যার বিচার চেয়ে স্লোগান দেয়।

বি¶োভের মধ্যে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি গিয়ে গাড়িতে বসা ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন। প্রায় ১৫ মিনিট পর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এবং ইমু ও রণি গিয়ে কাদেরের গাড়ি বের করে দেন।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, গত শুক্রবার সকালে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাসকে খুনের পর এখনো কেউ গ্রেফতার হয়নি। এরইমধ্যে পাঁচজন কাউন্সিলর পত্রিকায় বিবৃতি দিয়ে খুনীদের প¶ নিয়েছেন সেটা আমরা কাদের ভাইকে বলেছি। তিনি কাউন্সিলরদের নাম জানানোর জন্য বলেছেন। আমরা বিবৃতি এবং বিবৃতিদাতাদের নাম কাদের ভাইকে দিয়েছি।