মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ৩৬৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০১৭ | ৫:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সম্প্রতি এসব সংযোগ বিচ্ছিন্ন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) ভিজিল্যান্স টিম।

রোববার কেজিডিসিএলের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ ও সমন্বয়) মুক্তা পারভীন জানান, অননুমোদিত এবং অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের দায়ে চট্টগ্রামের উত্তর চান্দগাঁও, পূর্ব নাসিরাবাদ, পাঁচলাইশ, এবং হালিশহর এলাকায় ৫৬ জন গ্রাহকের ৩৬২টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও ২টি বাণিজ্যিক গ্রাহকের অননুমোদিত সরঞ্জামে গ্যাস ব্যবহারের কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসব অভিযানে কেজিডিসিএল এর ব্যবস্থাপক (ভিজিল্যান্স) আব্দুল হালিম ও প্রকৌশলী আলমগীর হোসেন, প্রকৌশলী পলাশ সরকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।