চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কফিল উদ্দীনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাজ্জাদ হোসেন এই আদেশ দেন।
ওই তিনজন হলেন- বৈলছড়ি ইউপি সদস্য দিদারুল আলম, ওই এলাকার বাসিন্দা শামশুল আলম ও আবুল কালাম।
বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, আদালতে অভিযুক্ত ১৬ জন আসামি আত্মসমপর্ণ করে জামিন আবেদন করে। আদালত ১৩ আসামিকে জামিন দেন। তবে তিন আসামির জামিন আবেদন মঞ্জুর করেননি।
বাঁশখালী-আনোয়ারা প্রধান সড়কের তৈলারদ্বীপ সেতুর টোল আদায় বন্ধ নিয়ে গত একমাস ধরে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী সমর্থিত ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর সমর্থিত সিএনজি-টেক্সী পরিবহন শ্রমিকদের মধ্যে দ্বন্ধ চলে আসছিল। সেই দন্ধকে কেন্দ্র করে গত ২৮ সেপ্টেম্বর গভীর রাতে বৈলছড়ি ইউপি চেয়ারম্যানের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনার ৫ দিন পর চেয়ারম্যান বাদী হয়ে একই এলাকার দুই ইউপি সদস্যসহ ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।