চট্টগ্রামে ১ লাখ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম: নগরীতে রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করছে র‌্যাব।

রোববার সকালে বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে ওই বাসে তল্লাশি চালানো হয় বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান।

তিনি বলেন, একটি বাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক তিনজন হলেন, মো.রনি (৩৫), মো. সোহেল (৩৫) ও মো. আষাঢ় (১৯)।