সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বাসার অদূরে যুবক খুন

প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০১৭ | ৭:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীতে বাসার অদূরে ছুরিকাঘাতে মোহাম্মদ ইমন (২৬) এক যুবক খুন হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে ডবলমুরিং থানার সুপারিপাড়া আবদুল গফুর সওদাগরের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইমন (২৬) সুপারি ওয়ালাপাড়ার আবদুল হালিমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। পরিবারের দাবি, লেদ মেশিনের ওয়ার্কশপে কাজ করতেন তিনি। তবে পুলিশের দাবি, তিনি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিষপান করা চাচাতো ভাই নিহানকে (১৫) হাসপাতালে ভর্তি করিয়ে ভোরে বাসায় ফিরছিলেন ইমন। বাড়ির পাশের গলিতে ছুরিকাঘাতে খুন হন তিনি। রিকশা থেকে নেমে বাসার দিকে যাওয়ার সময় ১০-১৫ জনের একটি দল ইমন ও তার চাচাতো ভাই নোমানের ওপর হামলা চালাতে উদ্যত হয়। কয়েকজন মুখোশধারীও ছিল। এসময় নোমান দৌড়ে পালাতে পারলেও ইমন পালাতে পারেননি। ছুরিকাঘাতে আহত ইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার ডান পায়ের ঊরুতে একটি ছুরিকাঘাত করা হয়। এতের তার মৃত্যু হয়েছে।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, ইমনের বিরুদ্ধে চুরি-ছিনতাইয়ের মামলা আছে। ইমনকে যারা খুন করেছেন, তারা একই চক্রের। অর্থ ভাগ-বাঁটোয়ারা সংক্রান্ত বিরোধের জেরে তাকে খুন করা হতে পারে। আমরা এই ঘটনায় সম্পৃক্ত তিনজনের নাম পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।