বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শেষ সেশনে ৬ উইকেট নিল বাংলাদেশ, শ্রীলঙ্কা এগিয়ে ৪৫৫ রানে

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৪ | ৫:৫৮ অপরাহ্ন


চট্টগ্রাম : নিজেদের প্রথম ইনিংসে ২০০ রানও করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা চাইলে বাংলাদেশকে ফলো-অন করাতে পারতো। তবে তা না করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফকারীরা। চা বিরতির পর ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে গিয়ে একশর আগেই ৬ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তবে ইতোমধ্যেই তাদের লিড সাড়ে চারশ পেরিয়েছে। তৃতীয় দিনশেষে বাংলাদেশের থেকে এগিয়ে লঙ্কানরা।

তৃতীয় দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১০২ রান করেছে শ্রীলঙ্কা। সবমিলিয়ে ম্যাচে তাদের লিড এখন ৪৫৫ রানের। হাতে আছে আরও ৪ উইকেট।

পাঁচ উইকেটের চারটিই হাসানের: দ্বিতীয় ইনিংসের শুরুতে শ্রীলঙ্কা শিবিরে পাঁচটি ধাক্কা দিয়েছে বাংলাদেশ দল। পেসার হাসান মাহমুদ তুলে নিয়েছেন ৪ উইকেট। শ্রীলঙ্কার লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৩৬ রান।

শ্রীলঙ্কা ৮২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা অ্যাঞ্জেল ম্যাথুস ২৭ রান করেছেন। তার সঙ্গী কামিন্দু মেন্ডিস। এর আগে ওপেনার মাদুশাঙ্কা ৩৪ রান করে ফিরেছেন। রান পাননি দিমুথ করুনারত্নে (৪) ও কুশল মেন্ডিস (২)। চান্দিমাল ফিরেছেন ৯ রান করে।

হাসান মাহমুদের তিন ধাক্কা: শুরুতে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। তিনি ওপেনার দিলশান মাদুশঙ্কা, দিমুথ করুনারত্নে ও দিনেশ চান্দিমালকে আউট করেছেন।

ব্যাটিং বিপর্যয়ে ১৭৮ রানেই শেষ বাংলাদেশ: আসিথার চতুর্থ শিকার হয়ে বোল্ড হলেন খালেদ। এতে ১৭৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে ৩৫৩ রানে এগিয়ে থাকল শ্রীলঙ্কা। ফলোঅন করানোর সুযোগ থাকলেও সে পথে হাঁটেনি লঙ্কানরা।

৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ: ৭ রানে জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি শাহাদাত দীপু। ১ রান যোগ করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ১৪ রানে জীবন পাওয়া মিরাজও টিকতে পারেননি। জয়সুরিয়ার আগে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ৭ রানে ফেরেন তিনি। তার বিদায়ে ১৬৫ রানে ৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ।

এক ওভারেই সাকিব-লিটনের বিদায়: লাঞ্চ বিরতি থেকে ফিরেই জোড়া উইকেট হারালো বাংলাদেশ। এলবিডব্লিউয়ের শিকার হলেন সাকিব (১৫)। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৪ বলের ব্যবধানে একই ওভারে আউট হন লিটন। বাংলাদেশ ৪৪.৫ ওভারে ১৩০ রানে হারিয়েছে ৬ উইকেট।