সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে ট্রান্সকমের ৩ কর্তাকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিতঃ ৩১ মার্চ ২০২৪ | ২:৫২ অপরাহ্ন


ঢাকা : ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রুপটির শীর্ষ তিন কর্মকর্তাকে দেশে ফেরার ৭২ ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া তাদের কোনো ধরনের হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

তারা হলেন- গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী পরিচালক সিমিন রহমান ও পরিচালক জারিফ আয়াত হোসেন।

এ বিষয়ে করা আবেদনের শুনানির পর রোববার (৩১ মার্চ) বিচারপতি খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।

আদালত আদেশে বলেন, বিমানবন্দরে নামলে তাদের কোনো হয়রানি ও গ্রেফতার করা যাবে না। তারা দেশে ফিরে ৭২ ঘন্টার মধ্যে যথাযথ আদালতে আত্মসমর্পণ করবেন।

আসামিপক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের নব নির্বাচিত সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সাবেক সম্পাদক নুরুল ইসলাম সুজন, মাহবুব আলী, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আদেশের বিষয়টি জানান। তিনি বলেন, গতকাল আমরা ফাইল করেছি। আজকে শুনানি শেষে আদালত আদেশ দিয়েছেন।

গত বছরের ১৬ জুন মারা যান ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানের বড় সন্তান আরশাদ ওয়ালিউর রহমান। তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে মামলা করেন ছোট বোন শাযরেহ হক। মামলায় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

গত ২২ মার্চ রাজধানীর গুলশান থানায় মামলাটি করা হয়। শাযরেহ হকের অভিযোগ, ভাই আরশাদ ওয়ালিউর রহমান অসুস্থ ছিলেন না। আসামিরা চক্রান্ত করে তাকে হত্যা করেছেন।