সীতাকুন্ডে পৃথক দূর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম: সীতাকুন্ডে পৃথক দুই দুর্ঘটনায় দুই ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে; বাড়বকু- ইউনিয়ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চট্টগ্রাম মূখি একটি দ্রুতগামী ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ড ইউনিয়নের পিএসপি এলাকা অতিক্রম করছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাত লরিকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এসময় কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন এলাকার গবিন্দ গ্রামের বাসিন্দা মোঃ ওয়ারিশের ছেলে ট্রাক চালক দিল্লাল (৩৫) ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় আহত হয় একই এলাকার মোঃ সিদ্দিকের ছেলে ট্রাকের হেলপার মোঃ সায়িদ (১৪)। আহতকে উদ্ধার করে সীতাকু- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়।

সীতাকুন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার ওয়াসি আজাদ বলেন, নিহত চালকের লাশ কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় এবং ট্রাকের মালিককে খবর দেয়া হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে মোঃ ইতর আলী (৬০) নামের এক বৃদ্ধ দিন মজুর বাড়বকুন্ড রেলওয়ে স্টেশান এলাকার রেল লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই নিহত ব্যাক্তির লাশ তার স্বজনরা নিয়ে গেছেন। ওই ব্যক্তি নওগাঁ জেলার বাসিন্দা বলে জেনেছি।