রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নায়ক সালমান শাহ’র মৃত্যু নিয়ে নতুন তথ্য দেবেন মা নীলা চৌধুরী

প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০১৭ | ৪:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম : প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যু বিষয়ে নতুন তথ্য নিয়ে শনিবার তিনটায় চট্টগ্রামের মুসলিম হলে মুখ খুলবেন তার মা নীলা চৌধুরী। শুক্রবার বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

লিখিত বক্তব্যে নীলা চৌধুরী বলেন, সালমানের স্ত্রী রুবি সুলতানার ভিডিও বাতা, তারও আগে রিজভীর ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সালমান শাহ হত্যার স্বীকারোক্তি ও বিস্তারিত তথ্যপ্রমাণ রয়েছে। রুবির ছেলে বিকিকে দিয়ে শালমান শাহ হত্যার আলামত নষ্ট করার কথাও রুবির ভিডিওবাতায় বার বার উঠে এসেছে। হত্যার সাথে জড়িত রুবির ভাই রুমিকে গুম করা হয়েছে।
এরপরও প্রশাসন ও রাষ্ট্রপক্ষ সালমান শাহ’র ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। পিপি আবু আবদুল্লাহ প্রকাশ্য সালমান শাহ হত্যা ঘটনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যা নজিরবিহীন।

নীলা চৌধুরী বলেন, নানা হাত ঘুরে মামলাটি এখন পিবিআই তদন্ত করছে। আমরা তাদের দিকে তাকিয়ে আছি। সাজানো, পাঁতানো কিছু করার চেষ্টা করলে দেশের ১৬ কোটি মানুষ তা কখনো মেনে নেবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান শাহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সালমান শাহ’র শ্বশুর প্রাক্তন ক্রিকেটার শফিকুল হক হীরার সাম্প্রতিক বক্তব্য ও ভূমিকার নিন্দা ও সমালোচনা করেন নীলা চৌধুরী।

এসময় নীলা চৌধুরীর আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।