সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বাজি ফোটানো নিয়ে বিরোধে খুন

প্রকাশিতঃ ৬ অক্টোবর ২০১৭ | ২:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম: বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে আকবর শাহ থানার কৈবল্যধাম আশ্রমের অদূরে এই ঘটনা ঘটে।

নিহত জয় দাশ (২২) নগরের আকবর শাহ থানাধীন মালিপাড়া কৈবল্যধাম এলাকার সুবল দাশের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আকবর শাহ থানার ওসি মুহাম্মদ আলমগীর বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে লক্ষীপুজার বাজি ফোটানো নিয়ে জয় দাশের ছোট ভাইয়ের সাথে ঝগড়া হয় সুজনের সাথে। সেসময় ঘটনাস্থলে গিয়ে সুজনকে শাসিয়ে দিয়ে ঘটনা মিটমাট করে দেয় জয় দাশ। এর জের ধরে শুক্রবার সকালে কয়েকজন সহযোগি নিয়ে সুজন অতর্কিত হামলা চালালে ছুরিকাহত হয় জয় দাশ।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় জয় দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।