চট্টগ্রামে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন এলাকা থেকে ৮৪ কেজি গাঁজা এবং ২৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেওয়ান বাজার ডিসি রোড়ের জেএসবিকে স্কয়ার নামের একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. হাবীব উল্লাহ জাহেদ (৩৮) ডিসি রোড়ের জেএসবিকে স্কয়ার নামের ওই ভবনের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮৪ কেজি গাঁজা, ২৪ বোতল ফেন্সিডিল এবং একটি ইলেক্ট্রনিক ওজন পরিমাপক মেশিনসহ জাহেদ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় চকবাজার থানায় মামলা হয়েছে।