১০ মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ

চট্টগ্রাম: সীতাকুন্ডে ১০ মণ অবৈধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে সীতাকু- উপজেলা মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার দুপুর ২টার সময় দুটি স্থানে অভিযান চালিয়ে আফ্রিকান মাছগুলো জব্দ করা হয় জানান উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়া।

সীতাকুন্ডের সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সীতাকু- উত্তর বাজার মাছের আড়তে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সীতাকুন্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সীতাকুন্ড পৌরসদরের জনতা এন্টারপ্রাইজের মালিক হেলাল উদ্দিনকে ৫ হাজার টাকা, শাহ আমানত এন্টার প্রাইজের মালিক কাজী মোঃ মোজাহেদ খানকে ৫ হাজার ও বড়দারোগাহাট এলাকার খুচরা বিক্রেতা আহম্মদ খানকে ২ হাজার টাকাসহ মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়।