সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

৪ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০১৭ | ৫:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাদের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে ইউসিবিএল ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা, গিয়াসউদ্দিন সাগর (৩২) এবং মো. এরশাদ (৩৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম মেট্রো) মো. শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে ইউসিবিএল ব্যাংকের সামনে অভিযান চালানো হয়। এসময় দুই মাদক বিক্রেতাকে ৪ হাজার ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।