চট্টগ্রাম: খবর পেয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল কবির। বুধবার মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া বাজারের সাসা কমিউনিটি সেন্টারে ওই বিয়ের অনুষ্ঠান হচ্ছিলো।
বুধবার উপজেলার খইয়াছড়া ইউনিয়নের পূর্ব খইয়াছড়া গ্রামের এক মেয়ের সাথে ছাগলনাইয়া উপজেলার ফরহাদনগর গ্রামের ইকবাল হোসেনের বিয়ের দিন ধার্য হয়।
সে অনুযায়ী মিঠাছড়া বাজারের সাসা কমিউনিটি সেন্টারে বিয়ের সব আয়োজন করা হয়। কিন্তু বুধবার দুপুর বাল্য বিয়ের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির, সমাজ সেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, খইয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।
খইয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী জানান, কনে খইয়াছড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এরআগেও তাকে বিয়ে দেয়ার চেষ্টা করলে ইউনিয়ন পরিষদ থেকে বিয়ে বন্ধ করে দেয়া হয়। বুধবার আবার বিয়ের আয়োজন করলে ইউএনও সাইফুল কবির উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির জানান, বাল্য বিয়ের অভিযোগ পেয়ে সাসা কমিউনিটি সেন্টারে গিয়ে বর ও কনের অভিভাবকদের বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। তবে ওই সময় কমিউনিটি সেন্টারে বর ও কনে কেউ উপস্থিত ছিলেন না।