সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চমেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ ৪ অক্টোবর ২০১৭ | ৭:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দলিলের বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শিরিন আক্তার রেখা (২৩) নামের ওই শিক্ষার্থী চমেকের এমবিবিএস চতুর্থ বর্ষে পড়তেন। রেখা একই এলাকার ছালে আহমদের বড় মেয়ে।

বোয়ালখালী থানার ওসি মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরে থেকে পড়াশোনা করতেন রেখা। মেডিকেল কলেজ বন্ধ থাকায় গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি। রাতে নিজ ঘরে সিলিংয়ের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জেনেছি। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।