চট্টগ্রামে ৬ হাজার ইয়াবাসহ তরুণ গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ৬ হাজার ৬০০ ইয়াবাসহ এক তরুণকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দক্ষিণ ঘোড়ামরা এলাকায় এক যাত্রীবাহী বাস থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রনি ইসলাম (২০) রাজশাহী জেলার দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের বাসিন্দা।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, ঢাকামুখী একটি বাসে তল্লাশি চালিয়ে রনির হাতে থাকা টিয়া রঙের শপিং ব্যাগের ভেতর বিশেষ পদ্ধতিতে রাখা পাইপে ইয়াবাগুলো পাওয়া যায়। ইয়াবাগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন রনি। উদ্ধার হওয়া ৬ হাজার ৬০০ ইয়াবার দাম ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় সীতাকুন্ড থানায় একটি মামলা করা হয়েছে।