চট্টগ্রাম: চট্টগ্রাম আদালত ভবন এলাকায় পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন দুই ফটো সাংবাদিক। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে আদালত ভবন এলাকায় ওই ঘটনা ঘটে।
প্রত্যাহার হওয়া পুলিশ কনস্টেবল মো. ইফতেখার মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদের গাড়ির চালক।
আদালত সূত্র জানায়, পেশাগত দায়িত্বপালন করার জন্য বুধবার দুপুরে আদালত ভবনে যাচ্ছিলেন দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক জুয়েল শীল এবং দৈনিক আজাদীর ফটো সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না। বিপরীত দিক থেকে কনস্টেবল ইফতেখার গাড়ি চালিয়ে আসছিলেন। এসময় সাইড দেওয়া নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ সদস্য ইফতেখার গাড়ি থেকে নেমে সাংবাদিকদের গাড়ির গতিরোধ করেন এবং তাদের এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। খবর পেয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে সাংবাদিক নেতারা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
লাঞ্ছনার শিকার দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক জুয়েল শীল বলেন, আদালতে শিবির নাসিরের মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকায় সেখানে যাওয়ার পথে লাঞ্ছিত হয়েছি। এতে আমি ও সহকর্মী মুন্না শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কনস্টেবল ইফতেখারকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।