চট্টগ্রাম: রোহিঙ্গা শরণার্থীদের জন্য অর্ধ কোটি টাকার ত্রাণ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হয়েছে ৩০ লাখ টাকার ত্রাণসামগ্রী। এছাড়া মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন বাবদ ২০ লাখ টাকার চেক দেয়া হয়েছে।
সোমবার সকালে কক্সবাজারের হোটেল কক্স টুডেতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। তিনি সেটি কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের হাতে দিয়েছেন। এরপর ৩০ লাখ টাকার ত্রাণসামগ্রী উখিয়ার রোহিঙ্গা শিবিরে নিয়ে গিয়ে প্রশাসনের সহায়তায় বিতরণ করে চসিকের প্রতিনিধি দল। ১৭ কেজি করে মোট ২ হাজার ত্রাণের প্যাকেট করা হয়। এসব প্যাকেটে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, চিনি, মরিচ, মসলা ও ওষুধপত্র রয়েছে।
এর আগে চেক হস্তান্তরকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ মানবিক বিবেচনায় মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা মানবতার মাতা। তিনি যেখানে মানবিক বিপর্যয় ঘটে সেখানে হাত বাড়িয়ে দেন। আশাকরি, মিয়ানমার সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং রোহিঙ্গা শরণার্থীদের যথাযোগ্য মর্যাদায় নাগরিক স্বীকৃতি দিয়ে ফিরিয়ে নেবে।
এ সময় সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, আবদুল কাদের, গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।