চট্টগ্রামে ব্যাংকের সার্ভার রুমে অাগুন

চট্টগ্রাম: ডাচ-বাংলা ব্যাংকের চট্টগ্রাম নগরের মুরাদপুর শাখার সার্ভার রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সোয়া ৪টার দিকে ইউপিএসে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ডাচ-বাংলা ব্যাংকের চট্টগ্রাম নগরের মুরাদপুর শাখাটি একটি তিনতলা ভবনের দ্বিতীয়তলায় অবস্থিত। ইউপিএসে বৈদ্যুতিক গোলযোগ থেকে ব্যাংকটির সার্ভার রুমে আগুন লাগে।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ ও চন্দনপুরা স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।