নিপীড়িত রোহিঙ্গাদের পাশে বিজিএমইএ

কক্সবাজার: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার দুপুরে সমিতির নেতৃবৃন্দ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ত্রান সামগ্রী বিতরণ করেন।

৫ হাজার রোহিঙ্গা পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, আধা কেজি লবণ, ১ টি করে লাক্স সাবান, ৫ পিস ওরস্যালাইন, ১টি দিয়াশলাই বক্স ও ৫টি মোমবাতি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি এস,এম, মান্নান কচি, সহ-সভাপতি (অর্থ) ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, পরিচালক মোঃ শহীদুল হক মুকুল, মো. আশিকুর রহমান (তুহিন), মো. আতিকুল করিম খান (লিপু), আ.ন.ম. সাইফুদ্দিন, মোহাম্মদ সাইফ উল্লাহ মনসুর, সৈয়দ মো. তানভীর, আমজাদ হোসেন চৌধুরী।

ত্রান বিতরণকালে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, রোহিঙ্গাদের আশ্রয়দানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিক পরিচয় দিয়েছেন তা আর্ন্তজাতিক পরিমন্ডলে বিরল।

তিনি রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের নিষ্ঠুর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিশ্ব জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মিয়ানমারকে কফি আনান কমিশনের রির্পোট বাস্তবায়নের আহবান জানান।

সংগঠনের সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাসির বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে বাড়ি-ঘর হারা রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রতিটি মানুষের দায়িত্ব ও কতর্ব্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে যে মানবতা ভুমিকা পালন করেছে তিনি বিশ্বের মানুষের কাছে প্রশংসার দাবিদার।

ত্রাণ বিতরণের আগে উখিয়া ডিগ্রী কলেজ মাঠে সেনাবাহিনীর ক্যাম্পে কর্ণেল মোঃ মঈন উদ্দিনের হাতে ৪৫ লাখ টাকার ত্রান সামগ্রী হস্তান্তর করেন।