ঢাকা : প্রায় এক ঘণ্টার বেশি সময় পর সচল হলো মেটা আওতাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম।
মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টা ২২ মিনিটের দিকে সচল হতে শুরু করে সামাজিক মাধ্যমগুলো।
এর আগে, রাত ৯টার পর হঠাৎ করেই ব্যবহারকারীরা লগ-আউট হয়ে পড়েন। সেশন এক্সপায়ড মেসেজ দেখায়। এরপর লগইন করার চেষ্টা করলেও তা সম্ভব হয় না। বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশের ব্যবহারকারীরাই এই সমস্যায় পড়েন।
ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।
ফেসবুক উধাওয়ের পর ইলন মাস্ককে জাকারবার্গের খোঁচা
এই ঘটনায় বিপাকে পড়েন বিশ্বের কয়েকশ কোটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এ নিয়ে দুনিয়াজুড়ে হইচই দেখা দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এমন সমস্যার পর এক্স হ্যান্ডলে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক পোষ্টে জানান, ‘চিল। কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে।’