সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

স্ত্রীর গলা কেটে বিষপান করা সেই স্বামীর মৃত্যু

প্রকাশিতঃ ১ অক্টোবর ২০১৭ | ৭:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে স্ত্রীর গলা কেটে বিষপানে আত্মহত্যার চেষ্টা করা সেই স্বামীর মৃত্যু হয়েছে; তার স্ত্রী এখনও শঙ্কামুক্ত নন।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে মিঠু দাশের (৩০) মৃত্যু হয়। অন্য দিকে তার স্ত্রী রিকু দাশ (২৫) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর অাগে শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তিন মাস আগে পেশায় মিস্ত্রি মিঠুর সঙ্গে রিকুর বিয়ে হয়। এরপর মৌলভী পুকুর পাড়ের এক বাসায় থাকতে শুরু করেন ওই দম্পতি। পারিবারিক কলহের জের ধরে মিঠু গতরাতে তার স্ত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত করে। পরে স্ত্রী মারা গেছে ভেবে নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা রাত সোয়া ৩টার দিকে ওই দম্পতিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চান্দগাঁও থানার ওসি আবুল বাশার জানান, বিষপান করা মিঠু মারা গেছেন। বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রী আহত হওয়ায় তার সঙ্গে কথা বলা যায়নি। ফলে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।