সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ ৬

প্রকাশিতঃ ১ অক্টোবর ২০১৭ | ৭:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার নিউমুরিং এলাকায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার রাতে নিউমুরিং এলাকার বোবা কলোনির পাশের পাঁচতলা ভবন ‘জসিম বিল্ডিং’র নিচতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভবনের নিচতলার বাসিন্দা আবুল কালাম (৬০), মো. ইউসুফ (৩০) ও তার বোন জাহেদা বেগম (১৮), মুক্তা বেগম (১৭), রিয়াজ (৩০) এবং ভবনের রক্ষণাবেক্ষণে নিয়োজিত সেন্টু হাওলাদার (৩৫) দগ্ধ হন। এদের মধ্যে কালাম, সেন্টু, ইউসুফ ও জাহেদার অবস্থা গুরুতর।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ‘জসিম বিল্ডিং’ নামের ওই ভবনের বাসিন্দাদের গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন বাড়ির মালিক। সিলিন্ডারগুলো নিচতলার একটি কক্ষে রাখা হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেখানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের কক্ষগুলোতে আগুন ধরে যায়। এতে দগ্ধ ৬ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।