সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দুই রোহিঙ্গার কাছ থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিতঃ ১ অক্টোবর ২০১৭ | ৭:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ব্রিজঘাট মেরিনার্স রোড থেকে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার ভোরে মেরিনার্স রোডে টেকনাফ থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সলিম উল্লাহ (৪২) ও মোহাম্মদ শাহ ওরফে খোকন (২২)। সলিমউল্লাহ টেকনাফের হোয়াক্যং উনসিপাড়া শরণার্থী ক্যাম্প এবং খোকন লেদা নতুন টাল শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি করেন দুই যাত্রীর কাছে সাড়ে পাঁচ হাজার ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।