চট্টগ্রামে গাড়ি চাপায় শিশু নিহত

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের কাছে লেগুনার চাপায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার এ ঘটনা ঘটে বলেভ

নিহত ইয়াছিন আরাফাত (১০) নতুন বায়েজিদ অক্সিজেন এলাকার বাসিন্দা মো. ইসমাইলের ছেলে। আহত আব্দুল মান্নান (৪৫) ভিক্ষুক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, দ্রুতগামী একটি লেগুনা শিশুসহ দুজনকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। লেগুনাটি চালকসহ আটক করা হয়েছে।