সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঐক্য ধরে রাখার তাগিদ নাসিমের

প্রকাশিতঃ ১৫ জুন ২০১৬ | ৮:২০ অপরাহ্ন

Nasimঢাকা: সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জেরে জাসদ নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে ১৪ দলে ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় একথা বলেন তিনি।

শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছেন জানিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, তা না হলে অশুভ শক্তি অনৈক্যের ফাটল দিয়ে ঢুকে আমাদের ছুরিকাহত করবে। ১৪ দল আরও সম্প্রসারিত হবে, ঐক্যও সম্প্রসারিত হবে। এর কোনো বিকল্প নেই।

আশরাফের বক্তব্য নিয়ে নাসিম বলেন, ১৪ দলের মূল নেত্রী শেখ হাসিনা। তিনি ১৪ দলের ঐক্যের প্রতীক। তার অনুপ্রেরণায় ১৪ দল গঠিত হয়েছে। ১৪ দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন আদর্শিক জোট। শুধু ক্ষমতা ভাগাভাগি, নির্বাচনের জন্য নয়, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই ১৪ দল গঠিত হয়েছে। ১৪ দল আছে, থাকবে। যত দিন আমাদের লক্ষ্য অর্জন না হয়, তত দিন থাকবে। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ১৪ দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যান।

পঁচাত্তরের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতেও ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

আশরাফের বক্তব্যে জাসদের বিভিন্ন অংশ প্রতিবাদ জানিয়েছে। এতে ঐক্য নষ্ট হবে বলেও মন্তব্য এসেছে। বর্তমান রাজনীতিতে ইতিহাসের ওই সময়টুকু টেনে না আনার আহ্বানও জানিয়েছেন ইনু।

আশরাফের বক্তব্যের বিষয়ে হানিফ বলেন, ছাত্রলীগের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানদান করার জন্য নানা কর্মশালা করা হয়। হয়ত সেই প্রেক্ষাপটে অতীতের একটি ইতিহাস সম্পর্কে সৈয়দ আশরাফ সাহেব এটা বলেছেন। কিন্তু এর মানে এই নয় যে, আমাদের ১৪ দলের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে। আমরা সব অতীতকে জেনেই ঐক্য করেছি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ১৪ দলের মধ্যে কোনো বিভ্রান্তি নেই।

সভায় আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “আমরা কোনো বিভেদ চাই না, ভুল বোঝাবুঝির অবসান চাই। ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখন একাত্তরের চেয়ে ভয়াবহ যুদ্ধে লিপ্ত আছি। সেই যুদ্ধে আমাদের জয়লাভ করতেই হবে। এ জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।