চট্টগ্রাম : রাঙ্গুনিয়ার ১০ নং পদুয়া ইউনিয়ন পরিষদের তিন তিনবারের সদস্য, সমাজসেবক হাজী জাহান আরা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার (১ অক্টোবর)।
এ উপলক্ষে রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়ি এবং প্রয়াতের পুত্র-কন্যাদের চট্টগ্রাম শহরের বাসভবনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসবের মাঝে রয়েছে, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, প্রয়াতের কবর জেয়ারত, খতমে কোরআন এবং দোয়া মাহফিল।
এসব কর্মসূচিতে বন্ধু-শুভার্থী, শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে প্রয়াতের আত্মার শান্তি কামনায় শরীক হওয়ার জন্য তাঁর কনিষ্ঠ সন্তান একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, জাহান আরা বেগম পদুয়া গ্রামে মুসলিম সমাজের প্রথম শিক্ষিত ব্যক্তি, কর্ণফুলী পেপার মিলসের প্রাক্তন উর্ধ্বতন কর্মকর্তা মরহুম আলহাজ খায়ের আহমেদ তালুকদারের স্ত্রী।