চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলার জনগোষ্ঠীর জন্য কল্যাণকর মহৎকর্ম করে যাচ্ছেন। তার কর্মই তাকে অমরত্ম দান করবে।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম সম্পাদিত ‘বিশ্ব রোল মডেল দেশরতœ, জননেত্রী শেখ হাসিনা’ নামক বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে মেয়র বাসভবনে অনুষ্ঠিত বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড.জিনবোধি ভিক্ষু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, শেখ হাসিনা ব্যতিক্রমী মানুষ। তার শাসনকালে রাষ্ট্রের সীমানাকে অতিক্রম করে বিশ্বের এক অনন্য উচ্চতায় আসীন হয়েছেন। জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেম, মানবপ্রেম, উন্নয়ন, কর্ম, কল্যাণ সাধন এবং পরাক্রমশালী বিশ্ব মোড়লদের কাছে মাথানত না করে সত্য ও ন্যায়ের পথে দৃঢ়চেতা পথ চলে সমকালীন বিশ্বে এক ভিন্ন মর্যাদায় অভিষিক্ত হয়েছেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চবি এর প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।