ঢাকা: এবার আইটেম গানে নাচবেন তিশা। তবে এটি কোনো সিনেমার গান নয়। নাটকের। নাটকটির নাম বোকাবাক্স। নাটিকটি রচনা ও পরিচালনা করছেন হায়াত মাহমুদ। এবারের ঈদে নাটকটি প্রচার হবে।
বর্তমানে নাটকটির দৃশ্য ধারণের কাজ চলছে।
নাটকটির গল্পের প্রয়োজনেই তিশাকে দেখা যাবে চলচ্চিত্রের আইটেম গানে নাচতে। অভিনীত চরিত্রটি সম্পর্কে তিশা বলেন, ‘নাটকে আমি আইটেম গানে অভিনয় করেছি। তবে এটা সম্পর্কে এখনই কিছু বলতে চাই না।’
পরিচালক জানান, গল্পটি মফস্বল থেকে অভিনয় করতে আসা একটি মেয়েকে কেন্দ্র করেই এগিয়েছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সুজাত শিমুল প্রমুখ।