শেখ হাসিনা নিপীড়িত বিশ্বের অভিভাবক : কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী সাবরিনা

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সাবরিনা চৌধুরী।

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় এ খাবার বিতরণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত অালোচনা সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবরিনা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের জীবনের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে। যে মুহুর্তে দেশে খাদ্য উদ্বৃত্ত রয়েছে, সে মুহুর্তে অপশক্তির ধ্বজাধারীরা দেশে চাল মজুদ করে কৃত্তিম সংকট তৈরীর পায়তারা করেছে। কিন্তু সরকারের সাহসী ভূমিকায় সেই কুচক্রী মহলের মুখোশ খুলে গিয়েছে। জেলা প্রশাসন অভিযান চালিয়ে চাল মজুদকারীদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেয়া শুরু করেছে তখন থলের বিড়াল বেরিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, শিশুদের জন্য তথা আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতেই হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। আরও প্রকল্প বাস্তবায়নাধীন। আজ শেখ হাসিনা বেঁচে আছে বলেই বাংলাদেশ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারছে। আজ মিয়ানমারের রাখাইন প্রদেশের লাখ লাখ রোহিঙ্গার জীবন বাঁচিয়ে শেখ হাসিনা বাঙালী জাতিকে আবারও বিশ্বের বুকে অন্যরকমভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আজ প্রমাণিত হয়েছে, শেখ হাসিনাই বিশ্বের নিপীড়িত মানুষের অভিভাবক।

খাবার বিতরণের সময় সাবরিনা শিশুদের পরিবারগুলোর কাছে প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী মাবিয়া, বিথী, মুহিত, সাকিব, রিদোয়ান, রিয়াদ, আনাস, তুহিন, শফীক, ফয়সাল, মেহেদি প্রমুখ।