৭১ শিশুকে নতুন পোষাকে রাঙিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন মোহরায়

চট্টগ্রাম: বৃহস্পতিবার বিকাল চারটার সময় যখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছিল! ঠিক তখনই নগরীর মোহরা এলাকার কর্ণফুলী নদীর পাড়ের উন্মুক্ত মাঠে ৭১ জন শিশু নতুন পোষাক গায়ে জড়িয়ে এদিক সেদিক দৌঁড়াদৌড়ি করছিল! আর চলতি পথে এই দৃশ্য দেখে নদীর পাড়ে বেড়াতে আসা অনেকের পথচলাও ক্ষণিকের জন্য থামছিল! একটু পরেই উন্মুক্ত মাঠে টেবিলের ওপর রাখা বাহারি কেকের চারপাশে সকলেই মনোযোগ দিল! তারা যখন কেক রাখা টেবিলের দুপাশে নতুন পোষাক পড়ে দাঁড়িয়ে যায়। তখনই এই ৭১ শিশুদের সাথে যোগ দেন আমন্ত্রিত অতিথিরাও।

উপলক্ষ ছিল একটাই আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন। ব্যাপক আয়োজন থাকলেও কেন্দ্রিয় নির্দেশে জন্মদিন উদযাপনের অানুষ্ঠানিকতা শিথিল করার পরও মোহরা ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের এ আয়োজনে বৈচিত্রে কমতি ছিল না। সাত পাউন্ডের বর্ণিল কেকে ছিল ৭১ সংখ্যার দৃষ্টিনন্দন উপস্থিতি! প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে বিতরণ করা হয় ৭১টি নতুন পোষাক! সেই সাথে চকলেটও!

জুনিয়র চেম্বার চট্টগ্রামের সভাপতি গিয়াস উদ্দিনের পৃষ্টপোষকতায় জন্মদিনের অনুষ্ঠানের ব্যতিক্রমী এ আয়োজনে শিশুদের নতুন পোষাক প্রাপ্তির পাশাপাশি চকলেট ও কেক দিয়ে আপ্যায়িত করায় তাদের চোখে মুখেও ছিল তৃপ্তি আনন্দের ছাপ!

সেই সাথে আমন্ত্রিত অতিথিরাও শিশুদের এই উচ্ছাস দেখে আয়োজকদের প্রসংসা করেন। পাশাপাশি তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে এসব শিশুদের জন্য বর্তমান সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিতে ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানান।

মোহরা ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাজীব পালের সভাপতিত্বে ও সাজ্জাদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আইয়ূব আলী চৌধুরী দুলাল, সাংবাদিক আলম দিদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্য ও নগর কমিটির সহ সভাপতি ইয়াসিন আরাফাত কচি, মোহরা মুজিব সৈনিকের আহব্বায়ক অাসফাক হোসাইন খান, যুগ্ম আহব্বায়ক আসাদুজ্জামান কানন প্রমুখ। এসময় ওয়ার্ড ছাত্রলীগ ও মুজিব সৈনিকের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।