সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘চট্টগ্রাম বন্দরকে নিয়ে ষড়যন্ত্র-চক্রান্ত থাকতে পারে’

প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ৭:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরকে নিয়ে নানামুখি ষড়যন্ত্র ও চক্রান্ত থাকতে পারে বলে আশংকা করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার দুপুরে নিজের বাসভবনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মেয়র এ আশংকার কথা জানান।

এর আগে গত এক বছরের হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৫ কোটি ৫৫ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করে বন্দর কর্মকর্তারা।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশ এবং জাতির উন্নয়ন ও সমৃদ্ধির এ বন্দরকে নিয়ে নানামুখি ষড়যন্ত্র ও চক্রান্ত থাকতে পারে। সততা ও দেশপ্রেম থাকলে কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়নের চাকাকে স্তব্ধ করতে পারবে না। বন্দর কর্তৃপক্ষ, কর্মকর্তা ও কর্মচারী এবং শ্রমিক শ্রেনী ঐক্যবদ্ধ থাকলে চট্টগ্রাম বন্দরকে কোন মহল রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে বন্দরকে অস্থিতিশীল করতে পারবে না।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির স্বর্ণদ্বার। চট্টগ্রাম বন্দরকে সর্বোচ্চ ব্যবহারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে আরো গতিশীল করা সম্ভব। বন্দর কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে চট্টগ্রাম বন্দরকে আরো আধুনিকায়ন ও গতিশীল করার প্রত্যয়ে দায়িত্ব পালন করছে-যা প্রশংসার দাবী রাখে।

এসময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য অর্থ (যুগ্ম সচিব) কামরুল আমিন, ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. রফিকুল আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, শিক্ষা কর্মকর্তা সিদ্ধার্থ কর ও মো. সাইফুর রহমান, উপ কর কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।