স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমির হোসেন ওরফে সুমন (২২) চট্টগ্রামের হালিশহর থানাধীন লোহারপুল ফুল চৌধুরী পাড়ার মৃত রফিকের ছেলে।

গত ১৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে হালিশহর থানাধীন আব্বাস পাড়া এলাকায় জঙ্গলে এক স্কুলছাত্রীকে জাবেদ, সুমন ও রানা নামে তিন যুবক গণধর্ষন করে। এ ঘটনায় ১৯ আগস্ট হালিশহর থানায় মামলা হয়। এ ঘটনায় গ্রেফতার জাবেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধপত্র পেয়ে পিবিআইয়ের এসআই মোস্তফা কামাল ও এএসআই মো. ফয়সাল উদ্দিন মঙ্গলবার রাতে সুমনকে গ্রেফতার করেন। আসামিকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।